ই-কমার্স ব্যবহারের সুবিধাসমূহ

ই-কমার্স কি?

ই-কমার্স শব্দটি Electronic Commerce (E-Commerce) থেকে এসেছে। যাকে আমরা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে কেনাকাটা করাকে বুঝি। ই-কমার্সে ব্যবসার সকল কার্যক্রম ওয়েবসাইটের মাধ্যমে পরিচালনা করা হয়। একজন ক্রেতা যে কোনো সময় ওয়েবসাইটে ভিজিট করে পছন্দমতো পণ্য বাছাই করে ব্যাংক, মোবাইল ব্যাংক বা কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করে থাকে।

ই-কমার্সের ‍সুবিধাগুলো কি কি?

1. দ্রুত কেনাকাটা করা যায়।

2. এতে অনেক সময় বেঁচে যায়।

3. কম্পেয়ার করার সুযোগ থাকে।

4. সব ধরণের তথ্য বিস্তারিত জানা যায়।

5. যে কোনো জায়গা থেকেই নিজের সুবিধামতো সময়ে অর্ডার করা যায়।

6. কষ্ট করে সারা রাস্তায় পণ্য বহন করতে হয় না। হোম ডেলিভারি পাওয়া যা।

Scroll to Top