About Us
যেভাবে শুরু :
একজন উদ্যোক্তা যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন তার সামনে দুইটা রাস্তা থাকে। ১. উক্ত সমস্যা সমাধানের পদ্ধতি খুঁজে বের করা। ২. কেউ সমাধান বের করে থাকলে, সেটার সাথে ভেল্যু এড করা।অনলাইনে কেনাকাটার অন্যতম একটি মোটিভ হলো সময় বাঁচানো, এনার্জি বাঁচানো। অথচ ই-কমার্স সাইটগুলোতে কোনো পণ্য কিনতে গেলে গ্রাহকদের চিন্তায় পড়তে হয়, কোনটা আসল, কোনটা নকল। একাধিক ভেন্ডর থেকে কোন ভেন্ডরের প্রাইজটা ঠিক আছে। এ ধরণের সমস্যাগুলো কিছুটা লাঘব করতে ডেমরাশপ প্রতিষ্ঠিত হয়।
যে লক্ষ্যে কাজ করছি :
পকৃত অর্থে গ্রাহকদের সময় বাঁচাবো। পণ্য ক্রয়ে কনফিউশন দূর করবো।
যেভাবে কাজ করি :
ধরুন, আপনার একটি ব্লেন্ডার বা জুসার লাগবে। বাজারে গেলেন বা অনলাইনে সার্চ করলেন। দেখলেন, একই ব্লেন্ডার কয়েকজন সেলার সেল করছেন বিভিন্ন দামে। স্বাভাবিকভাবেই এরকম পরিস্থিতিতে আমরা একটু দুঃচিন্তায় পড়ে যাই। আমরা গ্রাহকদেরকে এ ধরণের দুঃচিন্তা থেকে বের করতে চাই। গ্রাহকদের সাথে একটি সুসম্পর্ক তৈরি করতে চাই। ডেমরাশপ মানেই কোয়ালিটিফুল কিছু এ বিশ্বাব অর্জন করতে চাই।
একটি পণ্যের সর্বোচ্চ মান ঠিক রেখে সর্বনিম্ন মূল্যে কিভাবে গ্রাহকদের হাতে পৌছোনো যায়, সেটাই আমাদের মূল কাজ। যেহেতু আমাদের সাইটে একই পণ্যের একাধিক বিক্রেতা থাকবে না আর গ্রাহকগণও চাইবেন অন্যান্ন ই-কমার্স প্ল্যাটফর্মের সাথে কম্পেয়ার করতে, সেক্ষেত্রে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে- মূল্য ও কোয়ালিটি দুইটাই ঠিক রাখা।
যারা এর পেছনে কাজ করছেন :
১. জুনাইদ আহমাদ (ফাউন্ডার)
২. আশরাফুল ইসলাম (কো-ফাউন্ডার)
৩. আল আমিন (ম্যানেজিং পার্টনার)
৪. বিনইয়ামিন (ম্যানেজিং পার্টনার)
৫. আমিনুল ইসলাম (ম্যানেজিং পার্টনার)
৬. আব্দুল কাদের নাঈম (ম্যানেজিং পার্টনার)
যা আমরা বিক্রি করি :
খাদ্য, পোশাক, লেখাপড়ার সরঞ্জাম, ইলেক্ট্রনিক্স ডিভাইসসহ জীবনযাপনের যাবতীয় বৈধ পণ্যগুলো আমরা বিক্রি করে থাকি।
কোনো তথ্য প্রয়োজন?
অথবা আপনার পছন্দ মতো প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না? সমস্যা নেই। প্রোডাক্টের নাম, ছবি বা ভিডিও আমাদেরকে ফেসবুক পেজের মাধ্যমে পাঠিয়ে দিন। আমরা আপ্রাণ চেষ্টা করবো আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনার হাতে পৌছে দিতে।